Site icon Guitar Lesson With Guitar Pro Tab

যদি আবার / Jodi Abar Chords By Angel Noor

Jodi Abar Chords By Angel Noor

Jodi Abar Chords By Angel Noor

যদি আবার, দেখা হয় তোমার আমার – Jodi Abar Chords by Angel Noor

Song Name: Jodi Abar ( যদি আবার )

Voice,Lyrics ,Composition : Angel Noor

Released year: 2024

[Verse]
C
মেঘলা দিন
Am
তোমাকে ভেবে কেটে যায় রঙিন
C
ফেলে আসা ভালবাসা মলিন
G
তবুও মনে পড়ে যায়

C
চায়ের কাপ
Am
তোর আমার যতো স্মৃতির চাপ
G
হিসেব মেলানো কঠিন…

[Chorus]
C Am F G
যদি আবার, দেখা হয় তোমার আমার
F G
ভুলে যেও সব অভিমান
C F G
ছিলো যতো ঝণ……হা হা
C Am F G
আছি আজো, আমি শুধুই তোমার
F Fm
জানি তুমি অন্য কারো
C G
আমি দিশাহীন…… [Interlude]
C Am E Am F G
Dm E
F G C F Fm C G [Bridge]
Am C
আমার মন খারাপের সুর
F C
মিশে গেছে যতোদুর।
Am C F C
তুমি শুনতে কি পাও, এই গান।

Am C F G
যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে
F G C G
হয়ে যাক আজ প্রতিক্ষার অবসান।

[Verse]
C Am
লুকিয়ে থাক, শীতের কুয়াশায় ভেজা দুচোখ।
C
ভুলে যাওয়া যতো গল্প আজ
G
প্রেম হয়ে ফিরে যায়।
C Am
আড়াল হোক জমিয়ে রাখা যতো কষ্ট সব।
G
শিশির হয়ে ঝড়ে যাক। [Chorus]
C Am F G
যদি আবার, দেখা হয় তোমার আমার
F G
মনে করো সেই মন ভাঙা
C F G
গল্প-গান……হা হা
C Am F G
আছি আজো, আমি শুধুই তোমার
F Fm
জানি তুমি অন্য কারো
C G
আমি দিশাহীন……

Listen here:

Also check:

না ঘুমেদের গান / Na Ghumeder Gaan Chords by Nemesis

Exit mobile version