TUMI by LEVEL FIVE – Guitar Chords
Artist: Level Five
Released: 2022
Album: Tumi
Genre: Rock
Tuning: E A D G B E
Key: E
Capo: 1st fret
Strumming : D D U U DU(2)
[Intro]
Asus2 E Bsus4 Asus2 (2)
[Verse 1]
Asus2——-E
তুমি সামনে নেই
Bsus4–Asus2
তাও তুমি ভাসো
Asus2 ——–Bsus4
মনের মাঝে লুকিয়ে
Asus2
একটুখানি হাসো
[Chorus]
C#m——–Bsus4
স্বপ্নে আমার তোমার ছবি
Asus2——-E
চুপটি করে আসে
C#m———Bsus4
সকাল থেকে রাতের শেষে
Asus2——–Bsus4
থাকো আমার পাশে
C#m—–Bsus4
তাতা তা তারারা
Asus2 Bsus4
তারারা রারা রারা রারা রারারা
C#m—-Bsus4
তাতা তা তারারা
Asus2 Bsus4
তারারা রারা রারা রারা রারারা
[Verse 2]
Asus2—————-E
প্রতি রাতে আমাদের কথা বলা
Bsus4—————–Asus2
তোমার সাথে হাজারো গল্প লেখা
Asus2————-E
আমাদের আঙুলে জোট বাঁধা
Bsus4———-Asus2
আমাদের ভালো লাগা
Asus2 E Asus2 E Asus2 E Bsus4
ওওও ওওও ওওও ও-ও-ও-ও
[Chorus 2]
C#m
আলো জ্বলে আলো জ্বলে
Bsus4
আমার মনে আমার মনে
Asus2—————————Bsus4
তোমার ছবি চোখের সামনে এসে ভাসে
C#m
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
Bsus4
ঠোঁটের মাঝে গল্প জমে
Asus2—————–Bsus4
তোমায় আমি খুঁজি সারাক্ষণ
Asus2
এই আমার মন
Bsus4
এই আমার মন
C#m
এই আমার মন
Asus2
তুমি
Also check…………….
